প্রাকৃতিক বিপর্যয় ও বজ্রপাত রোধে পানছড়িতে তাল বীজ রোপন শুরু

Published: 04 Oct 2017   Wednesday   

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনার আলোকে প্রাকৃতিক বিপর্যয় ও বজ্রপাত রোধে দেশব্যাপী কর্মসূচীর অংশ বুধবার পানছড়িতে  তাল বীজ রোপন কর্মসূচি শুরু হয়েছে।

 

পানছড়ি উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বন বিভাগের বাস্তবায়নে পানছড়ি পোড়াবাড়ী এলাকায় খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পাশে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশেকুর রহমান, পানছড়ি রেঞ্জ কর্মকর্তা মো: জহুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা, মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা উষা মগ, উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার বাবলী খীসা, ৩নং সদর পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন।

 

উপজেলা প্রশাসন জানায়, এ কর্মসূচীর আওতায় উপজেলার ৫টি ইউপিতে প্রায় বিশ হাজার তাল বীজ রোপন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত