রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

Published: 05 Oct 2017   Thursday   

বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান উৎসব প্রবারণা পূর্ণিমা বৃহস্পতিবার রাঙামাটিতে বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হয়েছে।

 

শহরের মৈত্রী বিহার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্বধর্ম দেশনা দেন মৈত্রী বিহারের অধ্যক্ষ পূর্নজ্যোতি মহাথেরো, শিলানন্দ থেরো, ত্রিপিটক বিশরাদ পঞএ দীপা ভিক্ষু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতি দেবী প্রসাদ চাকমা।



এর আগে বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি, হাজার প্রদীপ দান, পিন্ডদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৌদ্ধ নরনারীরা অংশ নেন।

 

অপরদিকে,প্রাবরনা পূর্নিমা উপলক্ষে রাঙামাটির রাজবন বিহারে ধর্মীয় সভা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দানসহ নানা বিধ দান অনুষ্ঠান করা হয়।

 

উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমা তিথিতে বৌদ্ধ সাধকরা টানা তিন মাস বর্ষাবাস সমাপ্ত করে ধর্ম প্রচারে বেরিয়ে পড়েন। প্রবারণা পুর্ণিমার দিন থেকে টানা এক মাস ধরে বিভিন্ন বৌদ্ধ মন্দিরে প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত হয়ে থাকে। তাই বৌদ্ধদের জন্য এই পূর্ণিমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত