রাঙামাটির বনফুল স্যার আর নেই

Published: 09 Oct 2017   Monday   

রাঙামাটির বনফুল বড়ুয়া স্যার আর বেঁচে নেই। গেল ৮ অক্টোবর রাত ২:৩০ মিনিটের দিকে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। 

 

সোমবার সকালে রাউজান পাহাড়তলী মহামুনির নিজ গ্রামের বাড়ীতে তার মরদেহ নিয়ে আসা হয় এবং ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে বিকালে পারিবারিক শশ্মানে তার মরদেহ দাহ করা হয়। তিনি ছিলেন চিরকুমার। মৃত্যুকালে তিনি ৪ ভাই ও ২ বোন সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।


ষাটের দশকের দিকে রাঙামাটি শহরের খুবই জনপ্রিয় স্যারের নাম বললে যে নামটি উপরে উঠে আসে তিনি হচ্ছেন সবারপ্রিয় বনফুল স্যার। সদালাপি ,সদাহাস্যোজ্জ্বল বনফুল স্যার ছাত্রছাত্রীদের প্রিয় ছিলেন। থাকতেন মাঝেরবস্তীর ডিএসবি কলোনী এলাকায়। রাঙামাটির অনেক প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা অফিসার, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সহ দেশের উচ্চ পর্যায়ে স্যারের অনেক ছাত্রছাত্রী রয়েছেন যারা এখন বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন।


বনফুল বড়ুয়া স্যার এর মৃত্যুর খবর শুনে রাঙামাটির অনেক ছাত্র ও গুণগ্রাহী সোমবার রাউজান পাহাড়তলী মহামুনির নিজ গ্রামের বাড়ীতে ছুটে যান। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি পৌর আওয়ামী লীগের নেতা মনোজ ত্রিপুরা, সাবেক ছাত্রনেতা নিহার দেব. রাঙামাটি প্রেস ক্লাবের সহ-সভাপতি অলি আহমেদ সহ রাঙামাটির অনেকে বনফুল বড়ুয়া স্যার শেষ বারের মতো দেখতে যান। তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত