ব্লাষ্টের রাঙামাটির নেটওয়ার্কিং সভা

Published: 12 Oct 2017   Thursday   

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাঙামাটি ইউনিটের উদ্যোগে  গেল বুধবার পৌর ওয়ার্ড কমিশনার,  এন.জি.ও. প্রতিনিধি, স্থানীয় বিজ্ঞ আইনজীবী, হেডম্যান এবং সংস্কৃতিকর্মীদের নিয়ে এক নেটওয়ার্কিং সভার আয়োজন করা হয়।

 

ব্লাস্ট রাঙামাটি  ইউনিট অফিস কক্ষে সভায় সঞ্চালনার করেন  ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান। নেটওয়ার্কিং সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি এডভোকেট মিহির বরন চাকমা, ওয়ার্ড কমিশনার সোমা বেগম (পূর্নিমা), জুবাইতুন নাহার, কালায়ন চাকমা, বিল্লাল হোসেন টিটু, এডভোকেট রাজীব চাকমা, এডভোকেট সুস্মিতা চাকমা এবং এডভোকেট প্রজ্জ্বল চাকমা।

 

 সভায় মুক্ত আলোচনায় উপস্থিত ব্যক্তিগন বলেন যে, এলাকায় আইনী সুবিধাবঞ্চিত নারী পুরুষদের অত্র সংস্থার পক্ষ থেকে কিভাবে আরও আইনী সহায়তা কার্যক্রমকে বেগবান করা  যায়, এবং আইনী সহায়তা নেয়ার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্ণিত করে তার সমস্যা কাটিয়ে উঠাসহ বিভিন্ন দিক নিয়ে উপস্থিত ব্যক্তিগনের সাথে আলোচনা করা হয়। এছাড়া ব্লাস্টের মাধ্যমে বিনামূল্যে আইনী সহায়তা প্রার্থী নারী পুরুষদের ব্লাস্টের প্যানেল ল’ইয়ার, আদালত ও ইউনিট অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং যারা ব্লাস্ট দ্বারা বিনামূল্যে আইনী সহায়তা ইতিপূর্বে পেয়েছেন তারা যেন ব্লাস্টের তথ্য দিয়ে আইনী সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করেন সেই বিষয়ে উপস্থিত প্রতিনিধিদের সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়।

 

এছাড়াও পারিবারিক সহিংসতার শিকার হলে কোথায় যাবেন বা কার কাছে আইনী আশ্রয় নিবেন উক্ত বিষয়েও উপস্থিত জনপ্রতিনিধিনগন তথ্যের মাধ্যমে এলাকার গরীব অসহায় নারী পুরুষদেরকে সহযোগিতা করবেন মর্মে আশ্বাস প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅার.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত