পানছড়িতে বিশ্ব শিশু দিবস ও জাতীয় কণ্যা শিশু দিবস পালিত

Published: 12 Oct 2017   Thursday   

“শিশু পেলে অধিকার-খুলবে নতুন বিশ্বদ্বার, কণ্যা শিশুর জাগরণ-আনবে দেশে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার পানছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও জাতীয় কণ্যা শিশু দিবস।

 

এ উপলক্ষে বৃহষ্পতিবার সকাল ১০টা থেকে র‌্যালী ও র‌্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী  কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।

 

পানছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপাশা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্স মো: মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রতœা তঞ্চঙ্গ্যা, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত