খাগড়াছড়িতে মা ও শিশু স্বাস্থ্য চিকিৎসা ক্যাম্প

Published: 14 Sep 2025   Sunday   

খাগড়াছড়ির মাটিরাঙ্গা দুর্গম এলাকায় বড়নাল ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে পরিবার পরিকল্পনা, মা- শিশু স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ ও বিশেষ মেডিকেল ক্যাম্প   অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে  পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গ্রীন হিল এর সহযোগীতায়  মাটিরাঙ্গা উপজেলার  বড়নাল  ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এ বিশেষ মেডিকেল ক্যাম্প ও মা  সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গ্রীন হিলের প্রকল্প পরিচালক সাইলু মং মারমা সঞ্চালনায় খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের আহ্বায়ক জেলা পরিষদের সদস্য নিটল মনি চাকমা, বঙ্গমিত্র চাকমা, জয়া ত্রিপুরা, মনজিলা ঝুমা, গ্রীন হিল এর চেয়ারপারসন টুকু তালুকদার, খাগড়াছড়ি  জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন একজন মা একটি সংসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাক্তি তাই আগে “মা”দের সচেতন হতে হবে। একজন মা’র যখন তার সন্তান পেটে আসে,তখন থেকে “মা” দের সচেতন হতে হয়, কারন মায়ের উপর নির্ভর করে সন্তানের ভাবিষ্যৎ। বিষেশ করে যারা দুর্গম এলাকায় বসবাস করেন সেই  মা’  রা যদি সন্তানকে সঠিক ভাবে লালন পালন করতে না জানেন তাহলে সেই সন্তান ভুমিষ্ট হওয়ার পর মেধান শুণ্য হন। তাই মা’ দের সচেতন করার জন্য এই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সমাবেশ। 

এ সময় বক্তারা আরো বলেন  সরকারের পরিবার পরিকল্পনা বিভাগের পাশিাপাশি ইউএনএফপিএর আর্থিক সহযোগীতায় রাঙ্গামাটির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিলও খাগড়াছড়ি বিভিন্ন পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে মিডওয়াইফ নার্স দিয়ে সহযোগীতা করে যাচ্ছে। এই মিডওয়াইফ নার্সরা যেমনি সুস্থভাবে সন্তান প্রসবের কাজে সহযোগীতা করছেন তেমনি মাতৃ ও শিশু স্বাস্থ্য নিয়ে মা’দের সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। 
চিকিৎসা ক্যাম্প ও মা সমাবেশে  বড়নাল  ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকার “মা” রা উপস্থিত ছিলেন। সমাবেশে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে পরামর্শ প্রদান করা হয়। পরে শতাধিক `মা`দেরকে  গর্ভনিরোধ ও বিভিন্ন পদ্ধতির চিকিৎসা দেয়া।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত