জুরাছড়িতে কণ্যা শিশু দিবস পালন

Published: 13 Oct 2017   Friday   

কণ্যা শিশুর জাগরণ-আনবে দেশে উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার জুরাছড়ি উপজেলায় বিভিন্ন আনুষ্ঠানিকতায় জাতীয় কণ্যাশিশু দিবস পালিত হয়েছে।

 

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপেজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন উডজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা সভা সচী মজুমদার, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা, পরিসংখ্যান কর্মকর্তা সুভাষ প্রিয় চাকমা। এর আগে একটি র‌্যালী জামে মসজিদের প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান  বলেন, যুগে যুগে কণ্যা শিশুরা পারিবারিক, সামাজিকগত ভাবে বৈষম্যের শিকার হচ্ছে। অনেক সময় অভিবাবকরা শিশুদের বিভিন্ন অধিকারকে মূল্য দেন না। ছোট্ট শিশুকে অন্যের বাড়ীতে কাজ করার জন্য দিয়ে দেন। অভিভাবকদের এ ধরনের আচারণ থেকে বিরত রাখতে সামাজিক ভাবে সচেতনতার উদ্যোগ গ্রহন করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত