জুরাছড়িতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

Published: 13 Oct 2017   Friday   

দুর্যোগ সহনীয় আবাসন গড়ি- নিরাপদে বাস করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার জুরাছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

 

জুরাছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, র‌্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, বিশেষ অতিথি প্রাণী সম্পদ কর্মকর্তা সভ্য সচী মজুমদার, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় পাহাড় ও বন উজার করার কারণে দুযোগ দেখা দিচ্ছে। প্রাকৃতিক দুযোগ থেকে নিজে এবং সমাজকে রক্ষা করতে ফলজ ও বনজ গাছ রোপন করতে হবে। এছাড়া বন্ধ করতে হবে নি-বিচারে গাছপালা ও পাহাড় কাটা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত