নানিয়ারচরে জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Published: 13 Oct 2017   Friday   

রাঙামাটির নানিয়ারচরে জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে নানিয়ারচর উপজেলার দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য ত্রিদীপ কান্তি দাশ।

 

জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সভাপতি স্বপন দেবনাথের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবুল কর্মকার, উপদেষ্ঠা আব্দুল বারী শেখ, সাধারন সম্পাদক আব্দুল ওয়াব, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মৃধা, আইন বিষয়ক সম্পাদক দর্শন চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত, যুবলীগের সাধারণ সম্পাদক ঝিল্লোল মজুমদার, নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল বড়–য়া, সাধারণ সম্পাদক রিপন দাশ, ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন দাশ’সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের নের্তৃবৃন্দরা বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন নানিয়ারচর উপজেলায় জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদার। ।


আলোচনা সভা শেষে বিশাল কেক কাটেন অতিথিরা। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।


আলোচনাসভায় বক্তরা বলেন, ১৯৬৯ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক লীগ’ গঠন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিক-মেহনতি মানুষের স্বার্থ রক্ষার জন্য জাতীয় শ্রমিকলীগ গঠন করেছিলেন। বঙ্গন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন বক্তারা।


বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী ২০১৯ সালের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো সরকার গঠন করে উন্নত বাংলাদেশ গড়ার ধারাবাহিকতা বজায় রাখবো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত