শিশুদের সৃজনশীল বিকাশে রাঙামাটিতে দুদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন

Published: 15 Oct 2017   Sunday   

রোববার থেকে দুদিন ব্যাপী রাঙামাটিতে শিশুদের সৃজনশীল কর্মশালার চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিদ্যালয়ের শিশুদের সৃজনশীল বিকাশে উৎসাহিত করার লক্ষে এ চিত্র কর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

 

রাণী দয়ামীয় উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অষ্ট্রেলিয়া এওয়ার্ড সাউট এন্ড ওয়েষ্ট এশিয়ার সহযোগিতায় কর্মশালায় উপস্থিত ছিলেন রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রধান বিশ্বজিৎ চৌধুরী, চিত্র শিল্পী মনজিৎ চাকমা ও রুপালী চাকমা।

 

দুদিন ব্যাপী শিশুদের  চিত্র প্রদর্শনীতে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও সেন্ট ট্রিজার স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। চিত্র কর্ম প্রদর্শনীতে  শিশুদের আকাঁ প্রাকৃতিক পরিবেশের চিত্র স্থান পেয়েছে। চিত্র প্রদর্শনীতে দেখতে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিড় জমায়।  সোমবার সমাপনী দিনে রাঙামাটি শিল্পকলা একামেডমীতে চিত্র প্রদর্শন করা করা হবে।

 

আয়োজক কমিটির প্রধান মনজিৎ চাকমা জানান,শিশুদের সৃজনশীল বিকাশে উৎসাহিত করার লক্ষে বিদ্যালয়ের শিশুদের আকাঁ চিত্র  কর্ম নিয়ে এই চিত্র প্রদর্শনীর মূল উদ্দেশ্য। যাতে অংশ গ্রহনকারীরা  শিশুরা এ চিত্র কর্মের প্রদর্শনের মাধ্যমে আরো উৎসাহিতের  পাশাপাশি সৃজনশীল চিন্তাভাবনা জাগরিত হয়।

 

তিনি আরো জানান, শিশুদের চিত্র প্রদর্শনী শুধু শহরের কেন্দ্রিক করা হবে না গ্রামের প্রত্যান্ত অঞ্চলে গিয়ে সেখানেও ওইসব বিদ্যালয়ের শিশুদের নিয়ে সৃজনশীল কর্মশালার চিত্র প্রদর্শনী করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত