কাপ্তাইয়ে শিশু কিশোরদের জাতীয় মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত

Published: 15 Oct 2017   Sunday   

রোববার কাপ্তাইয়ে শিশু কিশোরদের জাতীয় মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিক্ষা বিভাগের সহোযোগীতায় অনুষ্ঠিত মৌসুমী প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, একাডেমীক সুপার ভাইজার সোশেল চাকমা, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ফনীন্দ্র  লাল ত্রিপুরা,যুগ্ম সম্পাদক ঝুলন দত্ত সহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদালয়ের শিক্ষক,  অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা উপস্হিত ছিলেন।

 

প্রতিযোগিতায় সমবেত জারী গানে কাপ্তাই নৌ বাহিনী স্কুল, সমবেত নৃত্যে  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জ্ঞান জিজ্ঞাসায় নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং উপস্হিত বিতর্ক প্রতিযোগিতায় নৌ বাহিনী স্কুল চ্যাম্পিয়ন হয়ে  জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যোগ্যতা অর্জন করেছে।

 

প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, একাডেমীক সুপারভাইজার সোশেল চাকমা, ইসলামি মিশনের প্রোগাম অফিসার মিজানুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ফনীন্দ্র লাল ত্রিপুরা, যুগ্ম সম্পাদক ঝুলন দত্ত, বেতার শিল্পী রওশন শরীফ তানি এবং নৃত্য শিল্পী জবা তংচংগ্যা। 

 

এদিকে প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। এসময়  মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম,উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস উপস্হিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত