জুরাছড়ির আমতলী ধম্মোদয় বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

Published: 16 Oct 2017   Monday   

সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক সৃষ্ট্য পাহাড় দসের নিহতদের সৎজ্ঞাতি ও দেশের প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি, শান্তি এবং মঙ্গল কামনায় সোমবার জুরাছড়ি উপজেলার আমতলী ধম্মোদয় বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

 

আমতলী ধম্মোদয় বন বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মসভায় স্ব-ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির, জ্ঞান প্রিয় মহাস্থবির, সর্ধম্মা স্থববির। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জুরাছড়ি জোনের প্রতিনিধি মেজর মরশেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সুশীল সমাজের প্রতিনিধি সুরেশ কুমার চাকমা, আওয়ামী লীগের সভাপতি প্রর্বতক চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা। স্বাগত বক্তব্যে কেতন চাকমা।


কঠিন চীবর দান উপলক্ষে সকাল থেকে বিভিন্ন ধর্মীয় কার্য সম্পাদন করা হয়। বিকালে কঠিন চীবর দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দান, প্রদীপ পূজা, পঞ্চশীল গ্রহনসহ ভিক্ষু সংর্ঘের কাছে পরিত্রান প্রার্থনা করা হয়।


দুদিন ব্যাপী কঠিন চীবর অনুষ্ঠানে রোববার বুদ্ধের সময় কালে উপাসিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরী এবং সেই সুতার চীবর তৈরী কাজ শুরু হয়। স্থানীয় বৌদ্ধ ধর্মালম্বী উপাসক-উপাসিকারা অনেক পূণ্যলাভের আশায় সারা রাত চরকার মাধ্যমে তুলা থেকে সুতা করে, সুতা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রং দিয়ে বেইনের মাধ্যমে তৈরী করা হয় চীবর। সোমবার শোভা যাত্রা সহকারে বিকাল বেলায় ভিক্ষু-সংর্ঘের উদ্দিশ্যে উৎসর্গ(দান) করার লক্ষ্যে তৈরী কৃত কঠিন চীবর মঞ্চে আনা হয়।


অতিথির বক্তব্যে জুরাছড়ি জোনের প্রতিনিধি মেজর মরশেদ বলেন, পাহাড়া শান্তি-সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সেনা বাহিনী কাজ করে যাচ্ছে।


উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, বুদ্ধের মৈত্রী মন্ত্র নিয়ে সম্মিলিত ভাবে সুষম উন্নয়নে কাজ করতে হবে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, সকলে বুদ্ধের আর্দশ্য ধারন করে এলাকার আইন শৃংখলা স্বাবাবিক রেখে উন্নয়নে সকলকে সহযোগিতায় করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত