বরকলে গাঁজাসহ শ্বশুড় ও পুত্রবধু আটক

Published: 17 Oct 2017   Tuesday   

রাঙামাটির বরকল উপজেলায় একটি যাত্রীবাহী লঞ্চে তল্লাসী চালিয়ে এক কেজি গাঁজাসহ শ্বশুড় ও পুত্র বধূকে আটক করেছে বিজিবি।


জানা যায়, বরকল সদরের ২২বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাঙামাটি থেকে ছোটহরিণা গামী একটি যাত্রীবাহী লঞ্চে সোমবার তল্লাসী চালায়। এসময় মোঃ আলম জমাদ্দার (৬০) ও তার ছেলে মামুনের স্ত্রী হোসনে আরার(২৭) ব্যাগে থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তাদের বাড়ি আইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়া গ্রামে।


আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান,দীর্ঘ সময় ধরে কলাবুনিয়া গ্রামের কয়েকজন মানুষ গাঁজা ব্যবসার সাথে জড়িত রয়েছে। এলাকায় গাঁজা সেবীর সংখ্যা দিন দিন বাড়ছে। উপজেলা সদর থেকে কলাবুনিয়া গ্রামটি দুরে হওয়ায় আইন-শৃঃখলা বাহিনী ও প্রশাসনের দৃষ্টিগোচর না হওয়ায় মাদক সেবীদের উৎপাত ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

 

তিনি আরো জানান,এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী গাঁজার চাষ করছে। এরা অনেক নারীদের ব্যবহার করে জেলা সদর থেকে গাঁজা নিয়ে এসে গ্রামের বিভিন্ন বয়সের মানুষদের কাছে বিক্রি করছে।


বরকল মডেল থানার এসআই মোঃ আমিনুল ইসলাম জানান,গাঁজা ব্যবসায়ী আলম জমাদ্দার,হোসনে আরা ও জাহিদুল ইসলাম সুমন রাঙামাটি থেকে যাত্রীবাহী লঞ্চে করে গাঁজা নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর বিজিবির সদস্যরা তল্লাসী করার সময় জাহিদুল ইসলাম পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা আলম জমাদ্দার ও তার পুত্রবধু হোসনে আরাকে এক কেজি গাঁজা সহ আটক করে থানায় পাঠিয়ে দেয়। আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত