সামাজিক ক্ষেত্রে অবদান রাখায় সাত গুনী ব্যক্তিকে সন্মাননা দিয়েছে মোনঘর

Published: 17 Oct 2017   Tuesday   

সামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার ক্ষেত্রে অন্যতম প্রতিষ্ঠান মোন ঘর শিশু সদন থেকে সাত গুনী জনকে সন্মাননা দেয়া হয়েছে।


মোনঘর খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী। মোনঘর পরিচালনা কমিটির সভাপতি সুকুমার দেওয়ানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন মোনঘর পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কীর্তি নিশান চাকমা,মোনঘরের নির্বাহী পরিচালক আশোক চাকমা, ডেনমার্কের নাগরিক ইমিল ওয়ালটার ও জামার্ন নাগরিক জন পিটার ডলফ প্রমুখ।


অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. প্রদানেন্দু চাকমা, কুমার নন্দিত রায়,সাদা মনের মানুষ হিসেবে ভূষিত শ্রীমৎ তিলোকানন্দ মহাথের, পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসক প্রয়াত ডা. ভগদত্ত খীসা, নৃপতি ভূষন চাকমা, ইন্ডিপেনেডেন্ট ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক হারুন অর রশীদ ও রোটারিয়ান আহমেদ ফারুখকে গুনীজন সন্মাননা প্রদান করেন।


এর আগে মোন ঘর শিশু সদনের বালিকা বিভাগের বিশাখা ভবনের নবনির্মিত বর্ধিত ভবনের ফিতা কেটে উদ্বোধন ডেনমার্কের নাগরিক ইমিল ওয়ালটার ও জামার্ন নাগরিক জন পিটার ডলফ। অনুষ্ঠান শেষে মোনঘর শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


অনুষ্ঠানে সংবর্ধিত গুনিজনরা মোনঘরকে আরো উন্নতির ক্ষেত্রে এগিয়ে নিতে আগামীতে বিভিন্ন সহযোগিতার জন্য পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ প্রফেসর মাংসানু চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামে এক সময় রাঙামাটি উচ্চ বিদ্যালয় বোর্ডিং স্কুল ছিল। বোর্ডিং স্কুল করার কারণে শিক্ষার মান ভাল । কিন্তু পরবর্তীতে বোর্ডিং স্কুল তুলে দেয়ায় শিক্ষার মান কমে গেছে।


তিনি বলেন, মোনঘর বের্ডিং স্কুল করায় শিক্ষার মান উন্নত। কারণ বোর্ডিং স্কুল থেকে শিক্ষার্থীরা বিদ্যা অর্জন, ভবিষ্যত কর্মজীবনের উপায়সহ নানান শিক্ষা পাওয়া যায়। সে জন্য পার্বত্য চট্টগ্রামে মোনঘর একটা ভাল পরিচিতি পেয়েছে। আগামীতে আরো এর উন্নতি ঘটবে।


তিনি মোনঘরের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দরিদ্র সন্তানরা শিক্ষার আলোকে আলেকিত হবে বলে আশা প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত