রাঙামাটিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Published: 18 Oct 2017   Wednesday   

বুধবার রাঙামাটিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় পৌর ট্রাক টার্নিনালের আয়োজিত নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

 

এ সময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুখ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্নেল রেদওয়ান, জেলা সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে প্রমুখ।


কাপ্তাই হ্রদে নৌকা বাইচে ঐতিহ্যবাহী একক সাম্পান ও মেয়েদের নৌকা বাইচ প্রতিযোগিতা ছাড়াও পুরুষদের ছোট ও মাঝারি ধরনের নৌকা বাইচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রেতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব বলেন, ঐতিহ্যবাহী যে সব খেলাধুলা রয়েছে সেগুলো নতুন প্রজন্মের কাছে ধরে রাখতে আগামীতে আয়োজনের উদ্যোগ নেয়া হবে। এ জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে যা যা করার তাই করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত