কাউন্সিল আয়োজনে প্রশাসনের বাধাদানের প্রতিবাদে কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশ

Published: 19 Oct 2017   Thursday   

তিন নারী সংগঠনের পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ কাউন্সিল ও নারী সমাবেশ আয়োজনে প্রশাসনের বাধাদানের প্রতিবাদে রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রম নারী সংঘ, হিল উইমেন্স ফেডারেশন ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি।


বৃহস্পতিবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রণ্টের (ইউপিডিএফ) সমর্থিত সংগঠন হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা কমিটির দপ্তর সম্পাদক রেনেসা চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আয়োজিত প্রতিবাদ সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলার নবগঠিত কমিটির সভাপতি কুহেলি চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, পিসিপি’র জেলা কমিটির সভাপতি কুনেন্টু চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা শাখার নতুন কমিটির সাধারণ সম্পাদক শান্তনা খীসা (কার্বারী) প্রমুখ।


প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গেল মঙ্গলবার তিন নারী সংগঠনের নির্ধারিত যৌথ কাউন্সিল ও নারী সমাবেশের ওপর বিভিন্ন অজুহাতেপ্রশাসন বাধা প্রদান করে। এর মাধ্যমে প্রমাণ হয় যে, ফ্যাসিস্ট ক্ষমতাসীন সরকার ফ্যাসিবাদী কায়দায় জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে চলেছে। সম্প্রতি ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনসমূহের আয়োজিত শান্তিপূর্ণ গণতান্ত্রিক সভা-সমাবেশে সেনা-পুলিশের হামলা, ধরপাকড় ও নির্যাতন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।


বক্তারা হুশিঁয়ারী উচ্চারণ করে বলেন, সরকার ও প্রশাসনের নানা ষড়যন্ত্র ও নিপীড়ন-নির্যাতন পার্বত্য চট্টগ্রামের ছাত্র-যুব-নারী-জনতা বরদাস্ত করবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত