কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে রাঙামাটিতে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা

Published: 21 Oct 2017   Saturday   

আগামী ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে শনিবার রাঙামাটিতে পুলিশ সুপারের সাথে গণমাধ্যমকর্মীদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পুলিশ সুপার কার্যালয় সন্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সফিউল সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন, রুহল আমিন সিদ্দিকী,রাঙামাটি কতোয়ালী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিত বড়ুয়া প্রমুখ। মতবিনিময় সভায় রাঙামাটিতে কর্মরত প্রিণ্ট ও ইলেকট্রনিক্সস মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে পুলিশার সুপার সাঈদ তারিকুল হাসান বলেন,কমিউনিটি পুলিশিং সমাজের ও সকল মানুষের জন্য। এই কমিউনিটি পুলিশিংকে উন্নত করতে পারলে সমাজ থেকে মাদকসহ নানান অপরাধ রোধ করা সম্ভব হবে।

 

তিনি  আরো বলেন, আগামী ২৮ অক্টোবর এই প্রথম কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে পুলিশ সুপার কার্যালয় থেকে পুরাতন বাস স্ট্যান্ড পর্ষন্ত বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত