কাপ্তাইয়ে ওয়াগ্গা জনকল্যান বৌদ্ধবিহারে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত

Published: 21 Oct 2017   Saturday   

ভগবান গৌতম বুদ্ধের অহিংস বাণী সমাজের প্রতিটি স্তরে পৌঁছৈ দিতে পারলে মানুষের মধ্যে হিংসা,বিদ্বেষ, লোভ, মোহ, দু:খ,দূর্দশা থাকবে না। কঠিন চীবর দান একটি সর্বোত্তম দান,কারন দানেতে দূর্গতি খন্ডে।

 

শুক্রবার কাপ্তাই ওয়াগ্গা জনকল্যান বৌদ্ধবিহারে শুভ কঠিন চীবর দান উৎসবে বক্তারা এসব কথা বলেন।

 

রাঙ্গুনিয়া ইছামতি ধাতুচক্র বৌদ্ধবিহারে অধ্যক্ষ সুমঙ্গল মহাথের এর সভাপতিত্বে  কঠিন চীবর দান উৎসবে প্রধান দায়কের বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সাবেক উপজেলা চেয়্যারম্যান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা  পরিষদ ভাইস চেয়্যারম্যান সুব্রত বিকাশ তঞ্চগ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার,ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধবিহারের অধ্যক্ষ সুমেদানন্দ মহাথেরসহ বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘরা উপস্হিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত