খাগাড়াছড়িতে সাংবাদিকদের সাথে বিবিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

Published: 22 Oct 2017   Sunday   

খাগড়াছড়িতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নেতারা রোববার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  করেছেন।

 

খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে আয়োজিত বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটি প্রাক্তন সহ সভাপতি ও খাগড়াছড়ি সরকারী কলেজ অধ্যক্ষ মো. শাহ আলমগীর সভাপতিত্বে অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি সরকারী কলেজ সহযোগী অধ্যাপক আবুল বাশার ।

 

এসময় মতবিনিময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সরকারী কলেজ দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দীন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আহসান পারভেজ , সহযোগী অধ্যাপক হিসাব বিঞ্জান বিভাগের সহযোগী অধ্যাপক রফিক উদ্দিন প্রমুখ ।

 

মতবিনিময় সভায়  লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় শিক্ষানীতি ২০১০ এ সুষ্পষ্ট নির্দেশনা থাকার পরও সংশিষ্টরা নির্দিষ্ট বিধিমালা প্রনয়ন করেনি। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের স্বার্থ ও মর্যাদা সুরক্ষায় বেসরকারী কলেজ জাতীয়করণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুশাসন “জাতীয়করণের আওতাভুক্ত কলেজ সমুহের শিক্ষকবৃন্দের চাকরি বদলীযোগ্য হবে না , তাদের চাকরি স্ব স্ব কলেজেই সুনির্দিষ্ট হবে” বাস্তবায়ন করতে হবে। জাতীয়করণকৃত বেসরকারী কলেজের শিক্ষকদের চাকরি সরকারীকরনের মাধ্যমে সর্বোচ্চ বেতন-ভাতাসহ সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হোক কিন্তু কোনভাবেই তাদেরকে ক্যাডারভুক্ত করা যাবে না ।

 

এ বিষয়ে দ্রুত কোন পদক্ষেপ গ্রহণ না করলে ১৭ নভেম্বরর ঢাকায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সমাবেশ ডেকে পরবর্তী কঠোর কর্মসূচী ঘোষণা দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত