পানছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডেকেছে গণতান্ত্রিক যুব ফোরাম

Published: 22 Oct 2017   Sunday   
no

no

গণতান্ত্রিক যুব ফোরামের নেতাসহ ৪ জনকে অপহরণ ও আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়ার প্রতিবাদে রোববার পানছড়ি উপজেলায়  সোমবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম।  

 

রোববার গণতান্ত্রিকযুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুর মঙ্গল চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

 

বিবৃতিতে  দাবী করা হয়, গেল ২৩ অক্টোবর শান্তিপুর অরণ্যকুটীরে কঠিন চীবর দান অনুষ্ঠানে গণতান্ত্রিক যুব ফোরামের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবাও স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্বে পালন করার জন্য প্রস্তুতি নিতে যুব ফোরাম পানছড়ি শাখার সহ-সাধারণ সম্পাদক বুদ্ধিরাম ত্রিপুরা মোটরসাইকেল যোগে সদরের মিজ্জেটিলা থেকে শান্তিপুর অরণ্য কুটির যাচ্ছিলেন। এসময় কলেজ গেইট এলাকায় পৌছলে জেএসএস (এমএন লামরা) দলের একাংশের কতিপয় বিপদগামী নেতাকর্মী কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় সদস্য রূপায়ন চাকমা ও পানছড়ি উপজেলা সহ-সাধারণ সম্পাদকসহ ৫জনকে অপহরণ ও অমানুষিক শারীরিক নির্যাতনের পর  আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়।

 

বিবৃতিতে আরো দাবী করা হয়, একই কায়দায় উপজেলার পাগুজ্জেছড়ি এলাকা থেকে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য রূপায়ন চাকমাসহ তিন জনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। অমানুষিক নির্যাতনের পর সন্ধ্যায় আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়। এরপর প্রশাসন অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ভিক্টমদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেছে। বিবৃতিতে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অভিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত