জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের নন-ক্যাডারের দাবীতে রাঙামাটিতে সংবাদ সন্মেলন

Published: 22 Oct 2017   Sunday   

জাতীয়করণের লক্ষ্যে ঘোষিত বেসরকারী কলেজের শিক্ষকদের প্রধানমন্ত্রীর নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০-এর অর্ন্তভূক্ত করে বিধিমালা জারির দাবীতে রোববার রাঙামাটিতে সংবাদ সন্মেলন করেছে বিসিএস সাধারন শিক্ষা সমিতির জেলা শাখা।

 

রাঙামাটি সরকারী কলেজে শিক্ষক মিলনায়তনে আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্যে রাখেন বিসিএস সাধারন শিক্ষা সমিতির জেলা শাখার সভাপতি অধ্যাপক জাফর আহমেদ,সাধারন সম্পাদক ফেরদৌস কবির, রাঙামাটি সরকারী কলেজের উপাধ্যক্ষ বিধান বড়–য়া। এসময় সাধারন শিক্ষা সমিতির জেলা শাখার সহ-সভাপতি ইনামুল হক খন্দকার, সমিতির কলেজ ইউনিটের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক ত্রিবিজয় চাকমা, নাজিম উদ্দীন প্রমুখ।

 

সংবাদ সন্মেলনে বিসিএস সাধারন শিক্ষা সমিতির নেতারা জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে জাতীয়করণ কলেজেরে শিক্ষকদের নন-ক্যাডার করে তাদের চাকরি প্রধানমন্ত্রী অনুশাসন অনুযায়ী স্ব-স্ব কলেজে সুনির্দিষ্ট করে স্বতন্ত্র বিধিমালা তৈরীসহ চার দফা দাবী  জানান।  অন্যথায় আগামী ১৭ নভেম্বর ঢাকায় মহাসমাবেশে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত