খাগড়াছড়িতে ই-সেবা সর্ম্পকে জনগণকে অবহিতকরণ ও অংশ গ্রহণের লক্ষে প্রেস ব্রিফিং

Published: 23 Oct 2017   Monday   

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সর্ম্পকে জনগণকে অবহিতকরণ ও অংশ গ্রহণের লক্ষ্যে সোমবার খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে জেলা তথ্য অফিস।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রামের আওতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. মো: গোফরান ফারুকী। এসময় বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা এস এম অনীক চৌধুরী, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম প্রমুখ। সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা জনগণের দোরগোড়ায় তথ্য সেবা পৌঁছে দিতে বর্তমান সরকারের গৃহিত কার্যক্রমের প্রশংসা করে বলেন, বিশ্বব্যাপী দ্রুতগতির ইন্টারনেটের যে চাহিদা রয়েছে। বাংলাদেশে এ সেবা চালু করতে সরকার সাবমেরিন সংযোগে যুক্ত হয়েছে। পূর্ণাঙ্গ সাবমেরিন সংযোগ চালু হলে তথ্যের প্রাপ্যতা আরও বেশী গতিশীল হবে বলে আশাবাদ তাদের।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত