জুরাছড়িতে পল্লী সমাজ সেবার ৮ লক্ষ ৬০ হাজার ঋন বিতরণ

Published: 25 Oct 2017   Wednesday   

বুধবার জুরাছড়ি উপজেলায় সমাজ সেবা অধিদপ্তরের পল্লী সমাজ সেবা কার্যক্রমের আওয়াতায় সুদ মুক্ত ক্ষুদ্র ঋনের চেক বিতনণ করা হয়েছে।

 

উপজেলা সন্মেলন কক্ষে আযোজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ভাইস ছিলেন চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম, রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মরশেদুল আলম, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা। এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে পল্লী সমাজ সেবা কার্যক্রমের আওয়াতায় সুদ মুক্ত ঋন ক্ষুদ্র ৪৩ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ৮ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।

 

সভায় বক্তারা বলেন, ঋন নিয়ে শুধু খেয়ে বসে থাকলে হবে না-ঋনের টাকা যথাযথ ব্যবসার মাধ্যমে নিজেদের ভাগ্য আমল পরিবর্তন আনতে হবে। এছাড়া নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি যথাসময়ে ঋন পরিশোধ করে অন্যকে ভাগ্য পরিবর্তনের সুযোগ করে দিতে হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বরেন,সরকার আত্ম সামাজিক উন্নয়নে বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের পাশাপাশি সুদ মুক্ত ঋন বিতরণ করে যাচ্ছে। এ সব ঋন যথাযথ ভাবে কাজে লাগিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত