পানছড়িতে দুই মরদেহ উদ্ধার

Published: 25 Oct 2017   Wednesday   

 খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেংগী নদী ও তারাবন ছড়া থেকে দু’টি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ। এরা হলেন উপজেলার চেংগী ইউনিয়নের লাম্বু পাড়ার ইন্দু বিকাশ চাকমা স্ত্রী ৪সন্তানের জননী নিহার বালা চাকমা(৫২) ও পানছড়ি ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার  মৃত আব্দুল গফুরের ছেলে আনোয়ার হোসেন(২২)। পানছড়ি থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী এর সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গেল ২১ অক্টোবর প্রবল বর্ষনে স্থানীয় ছড়া ও নদীগুলো বিপদ সীমার উপর বেড়ে যাওয়ায় নিহার বালা চাকমা উপজেলার তারাবন ছড়ায় ও আনোয়ার হোসেন চেংগী নদীতে ভেসে যায়।

 

তারাবন এলাকার স্থানীয় মেম্বার শান্তি ভূষন চাকমা বলেন- গত ২১ অক্টোবর ঘরবাড়ী মাটি দিয়ে লেপার জন্য নিহার বালা চাকমা মেয়েকে নিয়ে তারাবন ছড়ার পাড় থেকে মাটি আনতে যায়। নদীর পাড় থেকে মেয়ে বাসায় যেতে বলার পর সে ছড়ার ওপাড় থেকে মাটি আনার জন্য যায়। মেয়ে বাসায় ফিরে আসলে মা আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে গত ২৪ অক্টোবর সন্ধ্যা সময় তারাবন ছড়ায় ঝোপঝাড়ে আটকে থাকা অবস্থায় তার দেহ পাওয়া যায়। এলাকাবাসী মরদেহটি উদ্ধার করে এবং দাহক্রিয়া সম্পন্ন করে।

 

অন্যদিকে বুধবার চেংগী নদীতে মাছ ধরতে আসা কয়েকজন জেলে পচাঁ দুর্গন্ধ অনুভব করে এদিক-ঐদিক তাকিয়ে বালুর স্তুপে একটি মরদেহ দেখতে পায়। পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্দার করে। নিহত আনোয়ার হোসেনের বড় ভাই সাইফুল ইসলাম মরদেহটি সনাক্ত করে।

 

তিনি জানান- গত ২১ অক্টোবর বেলা ২টা দিকে নিহত আনোয়ার হোসেন চেংগী নদীতে ভেসে আসা লাকড়ি তুলতে গিয়ে  স্রোতে ভেসে যায়। এ ব্যাপারে থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত