কাপ্তাইয়ে সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

Published: 25 Oct 2017   Wednesday   

বুধবার কাপ্তাইয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং প্রতিকার বিষয়ক এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ ইসলামি মিশন এবং ইসলামি ফাউন্ডেশান কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা উপ কেন্দ্র আয়োজিত  সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। ইসলামিক মিশন এবং ইসলামিক ফাউন্ডেশান চন্দ্রঘোনা উপ কেন্দ্রের প্রোগাম অফিসার সাব্বির হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই উপজেলা জামে মসজিদেরর পেশ ইমাম আবু বকর সিদ্দিক।  মতবিনিময় সভায় ইসলামি ফাউন্ডেশান পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম পবিত্র ধর্ম ইসলাম কখনোও সন্ত্রাস এবং জঙ্গীবাদ সর্মথন করে না, তাই কেউ ধর্মের নামে অশান্তি করলে প্রশাসন কাউকে ছাড় দেয়া হবে না।  ইসলাম শান্তির ধর্ম, তাই সকল সমস্যা সমাধানের একমাত্র পথ হচ্ছে সকলকে সহিংস মনোভাব পরিহার করে শান্তির পথে আসা। এই ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দ,মাদ্রাসার শিক্ষকদেরকে ইসলামের সঠিক ব্যাখ্যা জনগনের সামনে তুলে ধরতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত