জুরাছড়ি ভূবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

Published: 26 Oct 2017   Thursday   

রাঙামাটির জুরাছড়ি উপজেলার ভূবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততার অনুশীলনের লক্ষে বৃহস্পতিবার সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। 

 

রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বিদ্যালয়ের একটি কক্ষে সততা স্টোরের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী উপ পরিচালক মোঃ অবুল বাশর,ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ বাসেত আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ উজ্জল চাকমা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মরশেদুল আলম।

 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ উজ্জল চাকমা  জানান, সসতা স্টোরে সাজানো রয়েছে কলম, পেনসিল, খাতা, রাবারসহ বিভিন্ন রকমের শিক্ষাসামগ্রী। দোকানের একটি পণ্য অতিরিক্ত নিলে বা টাকা না দিলে দেখার কেউ নেই। তবু সবাই সততার পরীক্ষায় পাস করতে পারে কি না, তাই দেখার পালা। প্রতিদিন স্কুল চলার সময় পর্যন্ত ওই দোকনটি খোলা থাকবে। কেবল স্কুলের শিক্ষার্থী-শিক্ষকেরাই এ দোকান থেকে ক্রয় করতে পারবেন। শিক্ষার্থীরা ক্রয় করার পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের পাশাপাশি ক্যাপ্টেনের সহযোগীতা নিতে পারে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, শিক্ষার্থীদের মাঝে সততার চর্চার উদ্দিশ্যেই সারা দেশের ন্যায় উপজেলা প্রশাসন ও দুনীতি দমন কমিশনের সহযোগীতায় দোকানটি স্থাপন করা হয়েছে। এটিকে সততার ব্যবহারিক শ্রেণী কক্ষ বলা যেতে পারে। নির্দিষ্ট কিছু নির্দেশনা মেনে ওই বিপণিথেকে তাদের প্রয়োজনীয় যেকোন পণ্য কিনতে পারবে শিক্ষার্থীরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত