রাঙামাটিতে জাতীয় স্যানিটেশন মাস পালিত

Published: 27 Oct 2017   Friday   

রাঙামাটি প্রতিনিধিঃ পয়ঃবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা,উন্নত স্যানিটেশনের সম্ভাবনা’এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় স্যানিটেশন মাস পালিত হয়েছে।

 

গেল বৃহস্পতিবার রাঙামাটি পৌরসভার আয়োজনে এবং তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। মহিলা কাউন্সিলার জুবাইতুল নাহার জেবু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌরসভার স্যানিটেশন অফিসার ফিরোজ আল মাহমুদ সোহেল। এসময় পৌরসভার সকল কাউন্সিলার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে একটি র‌্যালি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত