মাইনী ব্রীজ ধসে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

Published: 27 Oct 2017   Friday   

খাগড়াছড়ির দীঘিনালায় কাঠ বোঝাই ট্রাকসহ মাইনী ব্রীজটি ধসে পড়েছে। ব্রীজটি ধসে যাওয়ায় দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে অনিদিষ্টকালের জন্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় কাঠ বোঝাই একটি ট্রাক পাড় হওয়ার সময় ব্রীজটি ধসে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই ঘটনায় ট্রাকের চালকসহ তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। 

 

এদিকে, মাইনী ব্রীজ ধসে যাওয়ার পর থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাথে ঢাকা-চট্টগ্রামসহ অন্যান্য জেলা ও উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ ব্রীজ ধসে যাওয়ার সত্যতা স্বীকার করেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় কাঠ বোঝাই একটি ট্রাক পাড় হওয়ার সময় ব্রীজটি বিকট শব্দে ধসে পড়ে। ব্রীজটি ধসে যাওয়ায় দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে অনিদিষ্টকালের জন্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় ট্রাকের চালকসহ তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ট্রাকের হেলপার মোঃ সেলিমকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালকসহ অপর ব্যক্তি পলাতক রয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।



এদিকে অতিরিক্ত কাঠ বোঝাই করা ট্রাক পারাপার ও দীর্ঘদিন যাবৎ মেরামত না করায় ব্রীজটি ধসে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের মতে ব্রীজটি জরুরী ভিত্তিতে মেরামত করা না হলে দীঘিনালা ও বাঘাইছড়ি উপজেলার মানুষজনকে ব্যবসা বাণিজ্যসহ সড়ক যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হবে। তাছাড়াও সড়ক পথে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র সাজেক যাতায়াতের একমাত্র মাধ্যম এই মাইনী ব্রীজ। তাই যতো তাড়াতাড়ি সম্ভব ব্রীজটি মেরামতের জন্য দাবী জানান তারা। অপরদিকে মাইনী ব্রীজ ধসে যাওয়ার পর থানা বাজারের পাশে মাইনী নদীর ওপর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নব নির্মিত জীপেবল ব্রীজের ওপর দিয়ে হালকা যানবাহন চলাচল করছে বলে বাজার চৌধুরী জেসমিন চাকমা জানিয়েছেন। তবে এই ব্রীজের ওপর দিয়ে ভারি কোনো যানবাহন চলাচলের সুযোগ নেই। তাই মাইনী নদীর পূর্বপারে অসংখ্য ভারি যানবাহন আটকা পড়েছে বলে জানান তিনি।


ব্রীজ ধসে যাওয়ার সত্যতা স্বীকার করে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, যাতায়াতের ক্ষেত্রে জনগুরুত্বপূর্ণ মাইনী ব্রীজটি ধসে যাওয়ার পর আমি সরেজমিন পরিদর্শন করেছি। তবে ধসে যাওয়া এই মাইনী ব্রীজের মেরামতের দায়িত্ব আমাদের নয়, সেনাবাহিনীর ১৯ ইসিবি’র। কারন জনগুরুত্বপূর্ণ এই সড়কের মেরামত ও উন্নয়নের জন্য সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর ১৯ ইসিবিকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে অনেক চেষ্টা করেও ১৯ ইসিবি’র কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত