রাঙামাটিতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অটিজম বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Published: 28 Oct 2017   Saturday   

গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অটিজম বিষয়ে শনিবার রাঙামাটিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি চেম্বার অব কর্মাস অডিটরিয়ামে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

সোয়াক রাঙামাটি শাখার সচিব সুবর্ণা চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রার্সফোর্সের প্রধান নিবার্হী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে। দিন ব্যাপী কর্মশালায় শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।


কর্মশালায় বক্তারাবলেন, অটিজম শিশুরা সমাজের বোঝা নয়। তাদেরকে সুষ্ঠু পরিচর্চার মাধ্যমে উন্নত শিক্ষায় তরান্বিত করা গেলে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


উল্লেখ্য, রাঙামাটিতে সুবিধা বঞ্চিত অটিস্টিক ও অন্যান্য প্রতিবন্ধী শিশুদের জন্য সেন্টার ফর ইনস্পিরেশন নামে একটি বিশেষ স্কুল পরিচালনা পারিচালিত হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত