কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন

Published: 28 Oct 2017   Saturday   

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার কাপ্তাইয়ে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই থানা পুলিশ এবং কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আ`লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য দীপংকর তালুকদার।

 

কাপ্তাই উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা, কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার আসলাম ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, কাপ্তাই বিদুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান,১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কেপিএম লিমিটেডের সিবিএ সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার, সংরক্ষিত মহিলা সাংসদের কাপ্তাই প্রতিনিধি ইব্রাহীম খলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ মো: নুর। এর আগে একটি বন্যার্ঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

 

আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং এ অনবদ্য অবদান রাখায় কাপ্তাই উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী এবং কাপ্তাই থানার এ এস আই আব্দুল আলীমকে  কাপ্তাই  সার্কেলের পক্ষ হতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।   

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন,পুলিশ হচ্ছে জনতার বন্ধু, এখন পুলিশ অনেক জনমুখী,জনতা এবং পুলিশ একসাথে মিলে সকল সমস্যা সমাধান করবে। তিনি আরোও বলেন দেশে এখন আইনের শাসন চলছে,তাই কেউ অপরাধ করে পার পাবে না। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত