কর্নফুলি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেলাল চৌধুরীর শেরে বাংলা স্মৃতি পদক লাভ

Published: 28 Oct 2017   Saturday   

বিশেষ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কাপ্তাই ঐতিহ্যবাহী কর্নফুলি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরীকে শেরে বাংলা স্মৃতি সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

 

গেল ২৭ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ভবনে সন্মাননা অনুষ্ঠানেৃ  বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মো: নিজামুল হক নাসিম প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই সম্মাননা প্রদান করেন। শেরে বাংলা এ.কে. ফজলুল হক গবেষনা পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব ও বিটিআরসি`র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: কামাল উদ্দিন আহমেদ, ভাষা সৈনিক মো: রেজাউল করিম,অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

 

 সম্মাননা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সরকারি এবং বেসরকারি পদস্হ কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

 

অধ্যক্ষ বেলাল চৌধুরী ১৯৯৪ সালের ৩০ মে কর্নফুলি ডিগ্রি কলেজে প্রভাষক হিসাবে যোগদান করে পরবর্তীতে ২০১১ সালের ২০ এপ্রিল তিনি অধ্যক্ষ পদে তিনি দায়িত্ব গ্রহন করেন। কলেজের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত হয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত