বরকলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

Published: 28 Oct 2017   Saturday   

পুলিশই জনতা, জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে নিয়ে শনিবার সারা দেশের ন্যায় রাঙামাটির বরকল উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

 

 ৪নং ভুষণছড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে  আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান।  ভুষনছড়া ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভুষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন।

 

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,আইমাছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ জাকির হোসেন মিজানুর রহমান নাসির উদ্দিন মহারাজ ভুষনছড়া ফারুকী আযম দাখিল মাদ্রাসার প্রেসিডেন্ট আবদুল্লাহ আল হেলাল ভুষণছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার সবুর তালুকদার মোঃ জলীল হোসেন বরকল মডেল থানার এস আই মোঃ আমিনুল ইসলাম পিএস আই মোঃশেখ মেজবাহ উদ্দিন প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে বরকল মডেল থানার এস আই মোঃ আমিনুল ইসলামকে ও ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনকে রাঙামাটি জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ক্রেস্ট দেয়া হয়।

 

এর আগে ভুষনছড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে একটি র‌্যালী শুরু হয়ে ফারুকী আযম দাখিল মাদ্রাসা প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব তুলে ধরে বলেন, পুলিশ জনগনের বন্ধু। জনগনও পুলিশের বন্ধু। এ সম্পর্কের মধ্যে দিয়ে এলাকায় মাদক ইভটিজিং জঙ্গি ও সন্ত্রাসের ব্যাপারে তথ্য দেয়া ও তাদের প্রতিরোধের ব্যাপারে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত