কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে পানছড়িতে র‌্যালী ও আলোচনা

Published: 28 Oct 2017   Saturday   

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার খাগড়াছড়ির পানিছড়িতে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়েছে। 

 

পানছড়ি থানা সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এম,এম মো: সালাউদ্দীন। অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও ৩নং সদর পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পানছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং এর আহবায়ক বকুল চন্দ্র চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় প্রধান অলি আহমেদ, স্থানীয় সংসদ সদস্যর ব্যাক্তিগত সহকারী খগেন ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, কালাচাঁদ চাকমা, কিরণ ত্রিপুর, বাজার উন্নয়ন কমিটির সহ-সভাপতি তপন কান্তি বৈদ্য, সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম, পানছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহজাহান কবির সাজু প্রমূখ।

 

এর আগে একটি র‌্যালী বের হয়ে উপজলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানার সম্মুখে গিয়ে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত