জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছত নিশ্চিতের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

Published: 29 Oct 2017   Sunday   

আগামী ৬ থেকে ১৭ নভেম্বর জার্মানীতে ২৩তম জলবায়ু সম্মেলন (কপ-২৩) সামনে রেখে জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, জন অংশগ্রহণ নিশ্চিতে টিআইবি’র প্রস্তাবগুলো সম্মেলনে অংশীজনদের বিবেচনার দাবিতে রোববার রাঙামাটিতে মানববন্ধন করা হয়েছে।

 

সচেতন নাগরিক কমিটি রাঙামাটি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধন চলাকালে বক্তব্যে দেন সনাক রাঙামাটির সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার, টিআইবির রাঙামাটি এরিয়া ম্যানেজার মাসুদুল আলম।

 

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিনতি চাকমা, দৈনিক সমকালের রাঙামাটি অফিসের স্টাফ রিপোর্টার সত্রং চাকমা, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রি দিপি বড়ুয়া, বেসরকারি সংস্থা উইভ’র নির্বাহী পরিচালক নাইপ্রু মারমা ও এনজিও কর্মী নুথুই মারমা। প্রচারপত্র পাঠ করেন ইয়েস লিডার রুবেল ইসলাম।, ইয়েস লিডার রুবেল ইসলাম। উক্ত মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডসসহ রাঙামাটিতে কর্মরত বিভিন উন্নয়ন সংগঠনের প্র্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

 

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উন্নত দেশ কর্তৃক প্রদেয় ক্ষতিপূরণের প্রতিশ্রুতি অনুযায়ী অনুদান প্রদান এবং ক্ষতিপূরণের অর্থকে কোন অবস্থায় ঋন হিসেবে না নেয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপনের জন্য আহ্বান জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত