চন্দ্রঘোনায় ভাঙ্গনের কবলে জামে মসজিদ

Published: 29 Oct 2017   Sunday   

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নাধীন ইঞ্জিনিয়াস্ কলোনী জামে মসজিদটি সংস্কারের অভাবে সম্পূর্ণ ধসে পড়ার উপক্রম হয়েছে। বর্তমানে অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রতিদিন মুসল্লিদের ওই মসজিদে নামায আদায় করতে হচ্ছে। ভাঙ্গন প্রতিরোধে সহসা পদক্ষেপ নেয়া না হলে পুরো মসজিদটিই ধ্বসে পড়তে পারে বলে এলাকার মুসল্লিরা জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গেল ১৩ জুন কাপ্তাইয়ের পাহাড় ধসের সময় ওই মসজিদের পার্শ্বস্থ বিশাল এলাকা ধ্বসে পড়ে। এছাড়া মসজিদে প্রবেশের সংযোগ সড়ক সহ মসজিদের কিছু অংশ নিয়ে বিশাল ফাটল দেখা দিয়েছে। এতে পুরো মসজিদটি ধ্বসের পড়ার আশংঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায়, প্রতিদিন শতাধিক মুসল্লি ঝুঁকি নিয়ে মসজিদে পাঁচ ওয়াক্ত নামায আদায় করছে। এ ব্যপারে স্থানীয় ইউপি সদস্য আবুল হাসনাত খোকন বলেন, পাহাড় ধ্বসের সময় মসজিদের অনেক জায়গা জুড়ে মাটি ধ্বসে পড়ায় মসজিদটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জরুরী ভিত্তিতে এর সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তিনি অনুরোধ জানান।


এ ব্যপারে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি বলেন, মসজিদটি ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়া জরুরী। প্রয়োজনীয় বরাদ্দের জন্য জেলা পরিষদকে অবহিত করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম বলেন, সরেজমিন মসজিদটি দেখেছি। প্রয়োজনীয় বরাদ্দ পেলে ভাঙ্গন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত