রাঙামাটিতে বুদ্ধ মূর্তি চুরির সময় ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ

Published: 01 Nov 2017   Wednesday   

রাঙামাটি শহরের কাঠালতলীস্থ মৈত্রী বিহার থেকে বুদ্ধ মূর্তি চুরি করার সময় বুধবার একাধিক চুরির মামলার আসামী মোঃ বাচ্চু(২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, বুধবার দুপুরের দিকে শহরের কাঠালতলীস্থ মৈত্রী বিহারে(বৌদ্ধ মন্দির) রাখা  দুটি বুদ্ধ মূর্তি চুরি করে নিয়ে যাচ্ছিল মোঃ বাচ্চু। সেখানে কাজ করা বিল্ডিং নির্মাণ শ্রমিক মোঃ আমান বুদ্ধ মূর্তি চুরি করে নিয়ে যাওয়ার দেখতে পেয়ে পেছন থেকে বাচ্চুকে ধরে পেলেন। পরে  বিহার কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়ার পর ঘটনাস্থলে গিয়ে বাচ্চুকে আটক করে কতোয়ালী থানায় নিয়ে যায়। আটক বাচ্চু একাধিক চুরির মামলায় বেশ কয়েকবার জেলও খেেেটছিল।  এ ব্যাপারে মৈত্রী বিহার কর্তৃপক্ষ মামলা দিতে অস্বীকৃতি  জানিয়েছে। তবে পুলিশ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেছে।

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুদ্ধ মূর্তি চুরি করার সময় পুলিশ বাচ্চু নামে একজনকে আটক করেছে। আটক বাচ্চুর বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে এবং চুরির অপরাধে জেলেও ছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত