বঙ্গবন্ধু’র ৭ মার্চের ভাষণের ইউনেস্কো’র স্বীকৃতি খাগড়াছড়িতে আওয়ামীলীগের আনন্দ র‌্যালী

Published: 01 Nov 2017   Wednesday   

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায়  আনন্দ র‌্যালী করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ।

 

বুধবার সকাল ১১টায় কদমতলী থেকে আনন্দ র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছে সংগঠনটি।

 

খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা মংশেপ্রু চৌধুরী অপুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ্য সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।

 

এতে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরনবী চৌধুরী, সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, যুবলীগের সভাপতি যতন ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েলসহ সকলের সিনিয়র নেতাকর্মীরা এতে অংশ নেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত