খাগড়াছড়িতে জাতীয় যুব দিবসে প্রশিক্ষিত আট যুবককে চার লক্ষ টাকা সুদমুক্ত ঋণ প্রদান

Published: 01 Nov 2017   Wednesday   

খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উপলক্ষে বুধবার প্রশিক্ষিত আট যুবককে ৫০ হাজার টাকা করে আট লক্ষ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে।

 

‘‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথ আয়োজনে  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক তরুন ভট্টাচার্য্য এবং সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের।

 

এসময় জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুমেধা চাকমা বক্তব্য রাখেন।অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

 

সভা শেষে ৩ মাস ব্যাপী পোশাক তৈরী প্রশিক্ষিত  যুবক ও যুব মহিলাদের ১০ জনকে সনদপত্র ও আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক এ কর্মসূচির আওতায় ৫০ হাজার করে  ৪ লাখ ৮ জনকে প্রশিক্ষণার্থীদের চেক বিতরণ করা হয়।

 

এর আগে  খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুন্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তর হল রুমে আলোচনা সভার মিলিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত