রাঙামাটিতে জেএসসি জেডিসি ও কারিগরি পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত

Published: 01 Nov 2017   Wednesday   

জেএসসি জেডিসি ও কারিগরী পরীক্ষার প্রথম দিন রাঙামাটিতে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

জানা যায়, এবার রাঙামাটি  ১০ উপজেলায় ৩৩ কেন্দ্রে জেএসসিসহ সমমানের পরীক্ষায় এবার মোট ১১হাজার ২৩জন শিক্ষার্থী অংশ নেয়। এতে জেএসসি পরীক্ষার্থী ছিল ১০হাজার ১২জন।অংশ গ্রহন করেছে ৯ হাজার ৭৬৭ জন। অনুপস্থিত ছিল ২শ’৪৫জন। জেডিসিতে মোট পরীক্ষার্থী ছিল ৬শ’৮জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৫শ’৮১জন। অনুপস্থিত ছিল ২৭জন। কারিগরিতে মোট পরীক্ষার্থী ছিল ৬শ’৯২জন। অংশ গ্রহন করেছে ৬শ’৭৫জন। অনুপস্থিত ছিল ১৭জন।

 

রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্র সচিব রাজশ্রী চাকমা(ভারপ্রাপ্ত)প্রধানশিক্ষক জানান, তার বিদ্যালয়ে সদরের ৯টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান,এ বছর রাঙামাটি জেলায় জেএসসিসহ সমমানের পরীক্ষাতে গতকালের বাংলা প্রথমপত্র পরীক্ষায় মোট ১১হাজার ২৩জন অংশ গ্রহন করে। প্রথম দিনের পরীক্ষায় ২৮৯জন অনুপস্থিত ছিলেন। তবে জেলা সদরসহ ১০ উপজেলা ৩৩টি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। ৩৩ কেন্দ্রের কোথাও কোন বহিস্কারের খবর পাওয়া যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত