কাপ্তাইয়ের ১০ ফুট লম্বায় অজগর সাপ ধরা পড়েছে

Published: 01 Nov 2017   Wednesday   

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা মিশন এলাকায়  জনতার হাতে ধরা পরেছে ১০ ফুট  লম্বায় অজগর সাপ। বুধবার বিকাল ৩ ঘটিকার সময় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের স্বাহ্য কর্মকর্তা বিজয় মার্মার বাসভবনের সামনে এই সাপটি  ধরা পড়ে।

 

বিজয় মার্মা জানান, প্রথমে তাঁর বাসভবনের পাশে বাঁশ ঝাড়ে তার ছেলে যোহানন মার্মা সাপটিকে দেখতে পায়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। সাপটিকে  দেখার জন্য উৎসুক জনতার ভিড় লেগে যায়। পরে মিশন এলাকার বিজয় মার্মা,অপু বিশ্বাসসহ কয়েকজন মিলে বিশেষ কৌশলে সাপটিকে বাঁশ দিয়ে ধরে বস্তাবন্দী করে ফেলেন। পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমকে অবহিত  করা হয়।  নির্বাহী কর্মকর্তার উপস্হিতিতে   সন্ধ্যায় উপজেলা রেস্ট হাউজ চত্বরে ধৃত অজগর সাপটিকে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। 

 

বিজয় মার্মা আরো জানান,কখনোও এই এলাকায় অজগর সাপ চোখে পড়েনি। প্রথমবারের মতো মিশন এলাকায় জনাকীর্ণ এলাকায় এই ধরনের অজগর সাপ দেখা গেছে।

 

প্রত্যক্ষদর্শী চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগের ৩য় বর্ষের ছাত্র দীপ্ত দে জানান, অজগর সাপটি পাইটন মালুরাস যাকে সাধারন নামে বাঙলা পাইটন নামে ডাকা হয়।সাধারনত এই ধরনের সাপগুলো বিষাক্ত না হলেও মাংশাসী হয়।অাকারে অনেক বড় অার লম্বা।যা আকারে ৩ থেকে ৪ মিটার লম্বা(৯.৮-১০.৮ ফুট)।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত