জাতীয় উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের বিকল্প নেই-ফিরোজা বেগম চিনু এমপি

Published: 02 Nov 2017   Thursday   

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের  সাংসদ ফিরোজা বেগম চিনু এমপি বলেছেন, জাতীয় উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের বিকল্প নেই। আর অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হলে করের আওতা বৃদ্ধিসহ করবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি সরকারের রুপকল্প-২০২১ এবং এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে আয়কর বিভাগের ভূমিকার প্রসংশা করেন এবং দেশের মানুষের মাঝে করভীতি দূর করতে কর পলিসি সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

 

বৃহস্পতিবার রাঙামাটিতে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

রাঙামাটি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ সেন্টারে আয়কর বিভাগ, চট্টগ্রাম কর অঞ্চল-৩ আয়োজিত চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর অতিরিক্ত কর কমিশনার মোঃ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান, রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভুইয়া(বেলাল) বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর্মকর্তা আইসি মং মারমা। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর ইন্সপেক্টর অব ট্যাক্সেস মোঃ আব্দুল আউয়াল মজুমদার।

 

মেলার উদ্বোধন শেষে ফিরোজা বেগম চিনু এম পি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লোকমান হাকিম আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত কর কমিশনার মোঃ আশরাফুজ্জামান হাতে তার আয়কর রির্টান দাখিল করেন।

 

এবারের মেলায় সোনালী ব্যাংকের বুথসহ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য নির্দিষ্ট বুথ, সিনিয়র সিটিজেন, নারী মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক বুথ ও ট্যাক্স এডুকেশন বুথ রয়েছে।

 

মেলায় জাতীয় রাজস্ব বোর্ডের অনুসৃত নীতি অনুযায়ী রিটার্ন দাখিলকারী করদাতাদের ট্যাক্স কার্ড , আয়কর রির্টান পূরনে সহায়তা, আয়কর রির্টান গ্রহন ও আয়কর সংক্রান্ত অন্যান্য সেবা ও পরামর্শ দেয়া হচ্ছে। মেলা আগামী ৫ নভেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত