খাগড়াছড়িতে চারদিন ব্যাপী আয়কর মেলা শুরু

Published: 02 Nov 2017   Thursday   

খাগড়াছড়িতে বৃহস্পতিবার থেকে চার দিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

 

শহরের  একটি বেসরকারী কমিউনিটি সেন্টারে মেলার উদ্ভোধন করেন প্রধান অথিতি খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম। এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহম্মদ খান,বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি মোঃ লিয়াকত আলী। মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-৩, চট্টগ্রামের কর কমিশনার ফরিদ আহম্মদ।

 

কর মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন রাষ্ট্রের সকল কার্যক্রমের জন্য প্রয়োজন হয় অর্থ। এ জন্য  জাতীয় বাজেটের প্রায় ২ লক্ষ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা করা হবে রাজস্ব সংগ্রহের মাধ্যমে। তাই আত্মমর্যাদা সম্পন্ন অর্থনীতির জন্য কর বৃদ্ধির কোন বিকল্প নেই। এই লক্ষে আয়করের উপর প্রাধান্য দিয়ে রাজস্ব বৃদ্ধির কৌশল নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে বলে বলেন বক্তারা।

 

বক্তারা উপস্থিত সকলকে কর প্রদানে জন্য উৎসাহিত করেন। মেলায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মকর্তাসহ কর দাতারা উপস্থিত ছিলেন।

 

এ বছর(২০১৭-২০১৮ অর্থ বছর) পুরো জেলা থেকে সাড়ে কোটি টাকা আয়ের লক্ষ্য মাত্রা থাকলে ও মেলা থেকে আয়করের  লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৫ লক্ষ। আর মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত