দীঘিনালা থেকে ঢাকা শান্তি পরিবহণ এসি সার্ভিস চালু

Published: 02 Nov 2017   Thursday   

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা অপশেষে চালু হলো বহুল প্রত্যাশিত শান্তি পরিবহণের এসি সার্ভিস। বুধবার রাতে দীঘিনালা থেকে ঢাকার এ শান্তি পরিবহন এসি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ (পিএসপি)।

 

খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপ (শান্তি পরিবহণ) এর  সাধারণ সম্পাদক এসএম সফির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর সাব্বির আহম্মেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সহিদুল ইসলাম, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম,ওসি সামসুদ্দিন ভুঁইয়া,২নং বোয়ালখালী ইউপি চেয়ারম্যান কালাধন চাকমা।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খোকন,কোষাদক্ষ বাবুল দেব,খাগড়াছড়ি বাস-মিনিবাস সড়ক ইউনিয়ন সভাপতি আবু তাহের প্রমূখ।

 

আনুষ্ঠানিক উদ্বোধনী বক্তব্যে বক্তরা বলেন, পার্বত্য শান্তি চুক্তির নামের আলোকে শান্তি পরিবহণের নাম করণ করা হয়েছিল। এ পরিবহণের মাধ্যমে যাত্রী সেবার পাশাপাশি ভাল ব্যবহার,পরিস্কার পরিচ্ছন্নতাসহ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ প্রত্যান্ত অঞ্চলে পর্যটকদের সেবা প্রদান করতে হবে। সে সাথে যাত্রীদের ভালো সেবা দেওয়ার মাধ্যমে এ পরিবহণ সার্ভিসের সফলতা আরো বৃদ্ধি পাবে। এ সময় প্রত্যান্ত অঞ্চল হয়েও শান্তি পরিবহণের এসি সার্ভিস চালু করায় শান্তি পরিবহণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপস্থিত নেতৃবৃন্দরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

  

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত