‘‘আদিবাসী” পরিচিতিতে নিষেধাজ্ঞা নগ্ন হস্তক্ষেপে গণতান্ত্রিক যুব ফোরামের ক্ষোভ প্রকাশ

Published: 03 Nov 2017   Friday   

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা জারিকৃত পার্বত্য এলাকার স্থায়ী অধিবাসীদের `আদিবাসী` হিসেবে চিহ্নিত না করার সরকারী নিষেধাজ্ঞাকে আধিপত্যমূলক, উদ্দেশ্যমূলক এবং পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তাসমুহের স্বাতন্ত্র্য-স্বকীয়তা ও স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ অভিহিত করে ক্ষোভ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম।

 

শুক্রবারগণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অংগ্য মারমা ও সম্পাদক জিকো ত্রিপুরার বিভিন্ন সংবাদ মাধ্যমে দেওয়া এক যুক্ত বিবৃতিতে এ ক্ষোভ ও ক্ষুব্ধতা প্রকাশ করেছেন।


বিবৃতিতে বলা হয়, একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় গেল ২৩ অক্টোবর একটি সরকারী সার্কুলার প্রকাশ করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, তিন পার্বত্য জেলা প্রশাসক ও সার্কেল চিফকে জাতিসসত্তাসমুহের পরিচিতির ক্ষেত্রে `আদিবাসী` শব্দ ব্যবহার না করতে নিষেধাজ্ঞা প্রদান করেছে। এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং জাতিসত্তাসমূহের স্বকীয়তা, স্বাতন্ত্র্যকে অস্বীকার করার জন্য সরকারের ফন্দি। নিষেধাজ্ঞা জারির মাধ্যমে জাতিসত্তার স্বাতন্ত্র্য, স্বকীয়তা ও পরিচিতিকে কোনো কালেই রূদ্ধ করা যায় না, এটা জাতি বিদ্বেষী ও ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ।

 

বিবৃতিতে আরো বলেন, সরকার বারে বারেই পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যাকে পাশ কাটানোর জন্য নানা ধরণের অহেতুক অনাবশ্যক বিষয়কে সামনে আনে। জাতিসত্তাসমূহের পরিচিতিকে বিতর্কিত করা ও এই সমস্যাকে মাঝে মাঝে সামনে নিয়ে আসাও সেই প্রচেষ্টার অংশ।

 

পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তাসমূহের ভূমি সমস্যা, জাতিসত্তাসমূহের অধিকার স্বীকৃতির দাবি, সেনা শাসন জারির মাধ্যমে জুম্ম জনগণের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেয়ার প্রচেষ্টা ইত্যাদি সমস্যা থেকে যেন দেশের জনগণের মনোযোগ ও সমর্থনের আড়ালে চলে যায়, তার জন্যই এই প্রচেষ্টা বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা জারির সার্কুলার অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত