পাহাড় ব্যবস্থার উপর আলাদা নীতিমালা গ্রহনের গুরুত্বারোপ

Published: 03 Nov 2017   Friday   

জলবায়ু রিবর্তনের কারণে অতিরিক্ত বজ্রসহ বৃষ্টিপাত ও অপরিকল্পিত পাহাড় কাটার কারণে ১৩ জুনের রাঙামাটিতে ভয়াবহ পাহাড়া ধ্বসের ঘটনা ঘটেছে। আগামীতে রাঙামাটি শহরকে পাহাড় ধ্বসের মত প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে সরকারকে পাহাড় ব্যবস্থার উপর আলাদা নীতিমালা গ্রহনের আহবান জানিয়েছেন দেশের প্রকৌশলীরা। 

 

শুক্রবার রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সে পাহাড় ধ্বস ও প্রতিকার বিষয়ক এক সেমিনার প্রকৌশলীরা এসব কথা বলেন।


বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন, চট্টগ্রাম কেন্দ্রের আয়োজিত সেমিনারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপার্চায অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম,আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশিদ।


সেমিনারে বক্তারা রাঙামাটি শহরকে রক্ষায় ভবিষ্যতে এই ধরনের পাহাড় ধ্বসের ঘটনার পূনরাবৃত্তি যাতে না ঘটে সেলক্ষ্যে এখন থেকে সমন্বিত ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপা করেন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত