বাঘাইছড়ি ও রোয়াংছড়িতে দুই নেতাকে গ্রেফতারে জনসংহতি সমিতির জেএসএস`র প্রতিবাদ

Published: 04 Nov 2017   Saturday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির নেতা  ও বান্দরবানের রোয়াংছড়ি থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাকে গ্রেফতারের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ তথ্য  প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা  হয়, গেল  গত ৩ নভেম্বর  আইন-শৃখলা বাহিনী বাঘাইছড়ি সদর ইউনিয়নের সিজক-দজর এলাকায় লুমপাড়ায় তল্লাসী অভিযানের নামে এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং কয়েকজন এক নিরীহ ব্যক্তিকে আটক করে নির্যাতন করে। এ সময়  দজর এলাকার লুমপাড়া থেকে অক্ষর চাকমাসহ চারজন নিরীহ গ্রামবাসীকে আটক করে। আটকের পর অক্ষর চাকমার ব্যাগে একটি দেশীয় পিস্তল গুঁজে দেয়। আটকের কিছুক্ষণ পর অপর তিনজনকে ছেড়ে দিলেও অক্ষর চাকমাকে মারধর করা হয়। সন্ধ্যার দিকে পিস্তলসহ অক্ষর চাকমাকে বাঘাইছড়ি থানায় সোপর্দ করেছে।

 

অপরদিকে গেল ৩১ অক্টোবর  গাছের ব্যবসা কাজে বান্দরবার জেলার রোয়াংছড়ি উপজেলার পাগলাছড়া পাড়ার কমলাসেন তঞ্চঙ্গ্যা অপর তিনজন সঙ্গী নিয়ে মোটর সাইকেল যোগে বান্দরবানে গিয়েছিলেন। দুপুরের দিকে একজন সঙ্গী নিয়ে কমলাসেন তঞ্চঙ্গ্যা বান্দরবানের মোঃ ফরিদ সওদাগর নামে জনৈক ব্যবসায়ীর সাথে কাঠ ব্যবসা সংক্রান্ত কাজ সেরে নিজ বাড়ি রোয়াংছড়ি উদ্দেশ্যে ফিরে আসার পথে রোয়াংছড়ি কাছাকাছি ভাঙ্গামুড়া নামক যাত্রীছাউনি থেকে আইন-শৃংখলা বাহিনী আটক করে।

 

প্রেস বার্তায় মামলায় মিথ্যাভাবে জড়িয়ে আটক এবং ফ্যাসীবাদী দমন-পীড়ন অচিরেই বন্ধ ও  অক্ষর চাকমা ও কমলাসেন তঞ্চঙ্গ্যাকে অচিরেই নি:শর্ত মুক্তির দাবী জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত