কাপ্তাইয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

Published: 06 Nov 2017   Monday   

সরকারের সাফল্য অর্জন ও উন্নয় ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরনের লক্ষ্যে  সোমবার কাপ্তাইয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

কাপ্তাই উপজেলা তথ্য অফিসের অায়োজনে  ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেঅারসি উচ্চ বিদ্যালয়ের হল রুমে  কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তা মো: হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালম। 

 

তথ্য অফিসের ঘোষক  অনিল কুমার অাসামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেপিএমের মহা ব্যবস্থাপক ( প্রশাসন) মো. জাহাঙ্গীর অালম, রাঙামাটি জেলা অা`লীগের সাংগঠনিক মফিজুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান  অংসুইছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান  সুব্রত বিকাশ তনচংগ্যা,৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা,  কেআরসি উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক নূরুল অালম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহম্মদ প্রমূখ।  


 অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্যচিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত্বত্বে বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বর্তমানে পুরুষেরর পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের অবদান সর্বক্ষেত্রে প্রশংসিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত