সিআইপিডি’র বিকল্প উন্নয়নের জন্য কর্ম গবেষণা প্রকল্পের উদ্বোধন

Published: 08 Nov 2017   Wednesday   

বুধবার রাঙামাটিতে সিআইপিডি’র বাস্তবায়নাধীন বিকল্প উন্নয়নের জন্য কর্ম গবেষণা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

 

শহরের রাজবাড়ীস্থ সিআইপিডি’র কার্যালয়ে প্রকল্পের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম। সিআইপিডি’র  নির্বাহী পরিচালক জনলাল চাকমার সভাপতিত্বে  পাওয়ার প্রেজেন্টের মাধ্যমে প্রকল্পের কার্যাবলী উপস্থাপন করেন

 

প্রকল্প পরিচালক দীপোজ্জল খীসা। স্বাগত বক্তব্যে দেন কেএমকেএস এর নির্বাহী পরিচালক  শেফালিকা ত্রিপুরা।এসময় শাইনিং হিলেরন নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম বলেন, প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য খুবই চমৎকার, যা রাষ্ট্রের এসডিসি’র লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা রাখবে। তিনি প্রকল্পের সফলতা কামনা করে প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।

 

সিআইপিডি জানায়, এ প্রকল্পটি মূলতঃ রূপকল্প ২০২১ এ নির্ধারিত স্বপ্নকে সামনে রেখে দারিদ্রমুক্ত, যতœশীল, শিক্ষত ও সুখীসমাজ তৈরীর ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য তৈরী করা হয়েছে। এই  প্রকল্পের মাধ্যমে তিন পার্বত্য জেলার বিভিন্ন জাতি গোষ্ঠীর ২৭টি গ্রামে গ্রামউন্নয়ন পরিকল্পনা তৈরী যেমন গ্রামবন, শশ্মানভূমি, গ্রামের পরিবেশ ও জীববৈচিত্র্য, কমিউনিটি সেন্টার, শিক্ষা তহবিল, যৌথ তহবিল গঠন, নিরাপদ পানির উৎস মেরামত, পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ, নারী ও যুব দল,কমিটি কর্তৃক বাল্যবিবাহ রোধ, নারীর প্রতিসহিংসতা হ্রাস ইত্যাদি বাস্তবায়নে সহায়তা প্রদানকরা হবে, যা রূপকল্প ২০২১-এর যত্নশীল সমাজ বিনির্মানে ভূমিকা পালন করবে।

 

সূত্র আরো জানায়, সামজিক শান্তিও সম্প্রীতির জন্য সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিন পার্বত্য জেলার ৫শতাধিক নারী, যুব এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জেন্ডার সহিংসতার রোধ এবং ডু নোহার্ম বা দ্বন্দ্ব সংবেদনশীলতা সম্পর্কে পরিচিতি করানো হবে।  তাছাড়া জলবায়ূ পরিবর্তন ও জীববৈচিত্র বিষয়ে ১৫০ এর অধিক সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদেরকে জলবায়ু পরিবর্তন বিষয় নিয়ে পরিচিতি করানো হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত