রাঙামাটি শহরের অগ্নিকান্ডে কমপক্ষে ২৩টি দোকান ও বসতঘর পুড়েছে

Published: 09 Nov 2017   Thursday   

রাঙামাটি শহরের কাঠালতলীস্থ আলম ডক ইয়ার্ড এলাকায় বৃহস্পতিবার সকালের দিকে অগ্নিকান্ডে কমপক্ষে ২৩টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস দাবী করেছে অগ্নিকান্ডে ৪টি দোকানঘরসহ ১২টি বসত বাড়ি পড়ে গেছে।


স্থানীয়রা জানায়, রাঙামাটি শহরের কাঠালতলীর আলম ডক ইয়ার্ড এলাকায় বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে একটি বাড়ীর শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় কমপক্ষে ২৩টি দোকান ও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে ৪টি মোদির দোকান ও ১৯টি বাসা রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনদের সাথে নিয়ে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা এক কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হতে পারে বলে দাবী করেছেন।


এদিকে,ফায়ার সার্ভিসের রাঙামাটির স্টেশন অফিসার নুরুল করিম দাবী করেছেন,বৈদুতিক শর্ট সার্টিক থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এতে আগুনে ৪টি দোকানঘরসহ ১২টি বসতবাড়ি পুড়ে গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত