খাগড়াছড়ির মেধাবী ছাত্রী রাবেয়ার চিকিৎসা সহযোগিতায় বিএনপি’র সাড়া

Published: 12 Nov 2017   Sunday   

খাগড়াছড়ি সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী রাবেয়া আক্তার এখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। তার দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তারের পরামর্শ, একটি কিডনি প্রতিস্থাপন করা সম্ভব  হলে মেধাবী ছাত্রী রাবেয়া আক্তার বেঁচে যাবে।

 

ছোট বোন রাবেয়াকে একটি কিডনি দিতে রাজি হয়েছেন বড় বোন মরিয়ম আক্তার। তাতেও খরচ পড়বে প্রায় ২২ লাখ টাকা। কিন্তু অসহায় গরিব পিতা আব্দুল হকের  পক্ষে এ টাকা যোগাড়  করা অসম্ভব।

 

খাগড়াছড়ি জেলা শহরের মিলনপুরের বাসিন্দা আব্দুল হক, দুই ছেলে ও তিন কন্যা সন্তানের জনক। দিন মজুরী করে জীবিকা নির্বাহ করেন। মেয়ের এমন রোগে সহযোগিতার জন্য মানুষের দুয়ারে-দুয়ারে ঘুরছেন। অনেকে এগিয়েও আসছেন।

 

সম্প্রতি খাগড়াছড়ি জেলা বিএনপির পক্ষ থেকে রাবেয়া আক্তারের পিতা আব্দুল হকের হাতে নগদ ৪০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।

 

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, অর্থ সম্পাদক মো. মফিজুর রহমান ও দপ্তর সম্পাদক আবু তালেবসহ বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মেধাবী ছাত্রী রাবেয়া আক্তারের জীবন বাঁচাতে এগিয়ে আসার জন্য সহৃদয়বান প্র্রতিটি মানুষের নিকট অনুরোধ জানাচ্ছি। সাহায্য পাঠানো: ০১৮৪৫-১১৭০৭৯, ০১৮১১-৫২৬০৬০, ০১৭৯-৪২৩৮১৭ (বিকাশ পারর্সোনাল)।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত